রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বছরের প্রথমদিন বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রদত্ত এ বই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিছ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন রাজবাড়ীর ম্যানেজার মো. সাইফুল ইসলাম খান সেলিম, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মানিক শেখ, কেকেএস পিভিসিইপি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুনসহ অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।