বই হচ্ছে বন্ধুর মতো, অভিভাবকের মতো। এটা একটা বছর তোমার সাথে থাকবে। তোমাকে আনন্দ দেবে, তোমাকে শেখাবে। তাই তাকে যতœ করতে হবে। মনোযোগ দিয়ে পড়তে হবে। ভালোভাবে সংরক্ষণ করতে হবে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান ১ জানুয়ারি বুধবার শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে বেলা দেড়টার দিকে উপজেলার মাধ্যমিক পর্যায়ে এ বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন তিনি।
এ সময় ইউএনও আরো বলেন, এ বছর কিছু বইয়ের কিছু কিছু পাঠে সংশোধন, সংযোজনের কারণে নতুন করে বই মুদ্রণ করতে হচ্ছে। যে কারণে কিছুটা সময় লাগছে বলে ১ জানুয়ারি সকল শিক্ষার্থীকে একযোগে সকল বই দেয়া সম্ভব হচ্ছে না। তবে সরকার দ্রুত সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিতে চেষ্টা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাববৃন্দ।