রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালের দুইটি দল চূড়ান্ত হয়েছে। রোববার বিকেলে গোয়ালন্দের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪ টায় দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ বনাম ভাই ভাই একাদশের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায় টাইব্রকারে দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ ৪-২ গোলে ভাই ভাই একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে ১ম সেমিফাইনাল খেলায় টিপু সুলতান স্মৃতি সংঘ ২-০ গোলের ব্যবধানে জহিরুল একাদশকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
দ্বিতীয় সেমিফাইনাল খেলার বিজয়ী দলের অধিনায়ক ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জহিদুল ইসলাম জানান, হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলায় কোনো গোল না হওয়ায় রেফারি সরাসরি টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়। টাইব্রেকারে আমার দল দিরাজতুল্লা মৃধা পাড়া ফুটবল একাদশ ৪-২ গোলের ব্যবধানে ভাই ভাই একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। তিনি আরও বলেন, সম্ভাব্য আগামী শুক্রবার আমাদের টিমের ফাইনাল খেলা। আশা করছি টিমের সবাই ফাইনালে ভালো খেলা প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।