রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪ নং ফেরিঘাট এলাকার শাহাদৎ মেম্বার পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন দৌলতদিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান। শনিবার সকাল ১১ টায় মো. আইয়ুব খান শহিদের বাড়িতে গিয়ে তার হাতে নগদ অর্থ তুলে দেন।
গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় শহিদের বাড়ির রান্নাঘর হতে সৃষ্ট আগুনে তার বাড়ির দুটি বসত ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায়। এবং দুটি গরু মারাত্মকভাবে পুড়ে আহত হয়। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিস অফিসে খবর দিলে পরবর্তীতে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বসতঘরসহ গবাদী পশু পুড়ে পরিবারটির প্রায় ১৪/১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান বলেন, আগুনে পুড়ে পরিবারটি সহায় সম্বল সব হারিয়ে আজ পথে বসে গেছে। অসহায় পরিবারের পাশে আমার সাধ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করেছি। সমাজের সকল বিত্তবানদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।