রাজবাড়ীর গোয়ালন্দে গভীর রাতে এক দরিদ্র কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে মূল্যবান দুইটি ষাড় গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার মধ্যরাত হতে ভোর ৬ টার মধ্যে যে কোন সময় এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগী কৃষক উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছাহের মন্ডল পাড়ার ছাত্তার শেখের ছেলে কুবাত শেখ (৪৫)।
ভুক্তভোগী কৃষক জানান, তিনি ঋণ করে ষাড় দুটি ক্রয় করে এতদিন লালন-পালন করছিলেন। ইচ্ছে ছিল আগামি কোরবানির ঈদে বিক্রি করবেন। ষাড় দুটির আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ ৬০ হাজার টাকা। ষাড়টি বিক্রি করে ঋণ শোধ এবং বাড়ির কিছু কাজ করার ইচ্ছে ছিল। কিন্তু চোরেরা তার স্বপ্ন ভেঙে ছারখার করে দিল।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম গরু চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, আমরা চোর চক্রকে চিহ্নিত করে গ্রেফতার এবং চুরি যাওয়া ষাড় দুটি উদ্ধার করতে চেষ্টা চালাচ্ছি।