রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মো. নাহিদুর রহমান যোগদান করেছেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলার দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
৩৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. নাহিদুর রহমানের বাড়ী বরগুনা জেলার বামনা উপজেলায়। গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর মো. নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবেন। দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।