রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলা সভাকক্ষে নবাগত জেলা প্রশাসক বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন সুধীজনদের সাথে রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া মতবিনিময় সভা করেছেন। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফারুক হোসেন, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানবেন্দ্র মজুমদার প্রমুখ।
এর আগে উপজেলা ভূমি কার্যালয়ে পরিদর্শন করেন।