মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম। সোমবার ফোরামের সদস্যরা গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগ্ম আহবায়ক ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহবায়ক ও দৈনিক বাংলা ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম সদস্য সচিব ও দৈনিক নয়া শতাব্দী ও দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, দৈনিক জনকণ্ঠ ও দেশ টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, ডেইলি মর্নিং পোস্টের স্টাফ রিপোর্টার মজিবুর রহমান খান জুয়েল, দৈনিক কালবেলা ও মাই টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন, দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শাকিল মোল্লা প্রমুখ।