মহান বিজয় দিবসে এবার সরকারিভাবে শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনসহ অন্যান্য আয়োজনে অংশগ্রহণের ব্যবস্থা ছিল না। যে কারণে কিছুটা ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সানসাইন কলেজিয়েট স্কুল। এদিন তারা উপজেলার ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৪ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরিক্ষার আয়োজন করে। এর মধ্য হতে সেরা ২০ জনকে বিভিন্ন অংকের আর্থিক বৃত্তি প্রদান এবং আগামী এক বছরের জন্য তাদের যাবতীয় শিক্ষা সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয় স্কুলের পক্ষ হতে।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিক্ষায় স্বচ্ছতার জন্য সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন শিক্ষকের সমন্বয়ে গড়া একটি টিম প্রশ্ন প্রনয়ণ এবং উত্তরপত্র মূল্যায়ন করেন। এছাড়া পরিক্ষায় পরিদর্শকের দায়িত্ব পালন করেন সানসাইন কলেজিয়েট স্কুল বাদে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকরা। বেলা ১২ টায় শুরু হয়ে এক ঘন্টা ব্যাপী চলে ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক এই পরিক্ষা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরতাজ আলম রবিন জানান, মেধাবী শিক্ষার্থীদের বাছাই করা এবং বিগত দিনের পিছিয়ে পড়া শিক্ষাকে সামনে এগিয়ে নিতে মহান বিজয় দিবসের দিনে তাদের এই উদ্যোগ নেওয়া। আশা করছি এতে শিক্ষার্থীরা কিছুটা হলেও উপকৃত হবে।