মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় রাজবাড়ী শহরের রাবেয়া প্রাইভেট হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখা রোববার অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা শাখার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, প্রতিশ্রুত সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকি কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার হাসপাতাল সড়ক, পাবলিক হেলথ ও সজ্জনকান্দা এলাকায় বিভিন্ন স্বাস্থ্যউসেবা প্রদানকারী প্রতিষ্ঠান, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। জেলা প্রশাসন রাজবাড়ী, জেলা পুলিশ রাজবাড়ী ও সদর থানা, সিভিল সার্জন মহোদয় এর প্রতিনিধি রাজবাড়ী, জেলা স্যানেটারী ইন্সপেক্টর রাজবাড়ী এবং জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ এর সহায়তায় উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে।