গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোয়ালন্দের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা উদ্বোধন করা হয়। টুর্নামেন্টটির আয়োজনে রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে) কর্তৃক নিবন্ধিত সংগঠন গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমী।
টুর্নামেন্টের আহ্বায়ক এবং একাডেমীর পরিচালক ও কোচ মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান। একাডেমীর কর্মকর্তা গোলাম মোস্তফা সোহাগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ প্রপার হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল মাজেদ শেখ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক ফুটবলার মো. লিয়াকত হোসেন, মো. আনিসুর রহমান আনিস, আনোয়ার হোসেন, একাডেমীর কর্মকর্তা মো. রাজীব খান, মো. মাসুদ মিয়া, আবু ওসমান প্রমুখ। উদ্বোধনী খেলায় পৌর সভার টিপু সুলতান স্মৃতি সংঘ ৭-০ গোলের বিশাল ব্যবধানে উজানচর সামছু উদ্দিন ফুটবল একাদশকে পরাজিত করে জয় লাভ করেন। বিজয়ী দলের অপু হ্যাট্রিক করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্টের আহবায়ক কমিটি জানান, এ টুর্নামেন্টে ৮ টি দল দুগ্রুপে বিভক্ত হয়ে নকআউট পদ্ধতিতে খেলায় অংশ নিচ্ছেন।