শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন

ফের ঘন কুয়াশা দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে সাড়ে ৫ ঘন্টা ফেরি বন্ধ

গোয়ালন্দ প্রতিনিধি ॥
  • Update Time : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে সাড়ে ৫ ঘন্টা ফেরী চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত আড়াইটা থেকে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। সকাল ৮ টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ২ টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। তখন দু পারের ঘাট এলাকায় দূরপাল্লার বাস ও বাসের যাত্রীসহ ট্রাকগুলোকে পারাপারের অপেক্ষায় মহাসড়কে আটকে থাকতে দেখা যায়। ঘন কুয়াশার পরিমাণ রাত ২ টার পর থেকে বেড়ে গেলে রাত আড়াইটার দিকে ফেরী চলাচল বন্ধ করে দেয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ৮ টায় ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে এ নৌরুটে যানবাহন পারাপারে ১২টি ফেরি চলাচল করছে ও তিনটি ফেরীঘাট ঘাট চালু রযেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com