“অধিকার নিশ্চিত হলে এইচআইভি এইডস যাবে চলে”- প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশ্ব এইডস দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ মো. জুলফিকার আলী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন কর্মজীবী কল্যাণ সংস্থার টিপ প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ও কোঅর্ডিনেটর শাহাদৎ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম্যানেজার মো. মজিবর রহমান খান জুয়েল, দেশ টিভি ও দৈনিক জনকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ফিল্ড অ্যানিমেটর মো. সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রান্ত দাস, ফিল্ড অ্যানিমেটর নাজরাতি নাফিজা নিকিতা, কাউন্সিলর রূপা রানী কুন্ডু, প্যারামেডিক হারান-অর-রশীদ, মো. সাব্বির, খাদিজা খাতুন, রূপা মন্ডল, মৌসুমী আক্তারসহ দৌলতদিয়া পূর্ব পাড়ার বাসিন্দারা।