রাজবাড়ীর গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের নবীন বরণ ও বিদায়ী শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. নজরুল ইসলাম, প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আজিজুল ইসলাম, মো. আসাদুজ্জামান খান। বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি উপজেলা শাখার সভাপতি কে এম বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্ডল, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায়, সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম, উপজেলা সহকারি শিক্ষক সমিতির সভাপতি নাজিম উদ্দিন রাসেল, শিক্ষক আব্বাস আলী মোল্লা, মুঞ্জু আরা কাদরী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী। শুরুতে নবীন শিক্ষকদের ফুল দিয়ে স্বাগত জানান অতিথিরা। পরে বক্তব্য শেষে ২৮ জন বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের সাতে ক্রেষ্ট ও সনদপত্র তুলে দেন।