রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৩ ঘন্টা বন্ধের পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার ভোর সোয়া ৬ টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফেরি ও যানবাহনের চালকসহ যাত্রীরা দুর্ভোগে পড়েন। কুয়াশার ঘনত্ব কমলে সকাল সোয়া ৯ টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘন কুয়াশার কারণে এই নৌপথে লঞ্চ চলাচলও বিঘœ ঘটেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যাবস্থাপক বাণিজ্য মো. সালাহ উদ্দিন জানান, ভোর থেকে আকস্মিকভাবে পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকলে নৌযান চলাচল ব্যাহত হয়। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। একপর্যায়ে সামান্য দূরে কিছু দেখতে না পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সকাল সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল সোয়া ৯ টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল আবার শুরু হয়। বর্তমানে এ নৌরুটে ছোট বড় ১২টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।