রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের বদলি উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার সভাকক্ষে এ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকাসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ইউএনও’র কর্তব্যরত সময়ে নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের প্রশংসা করেন।
উপজেলা আইন-শৃঙ্খলা সভায় ইউএনও সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উপজেলা সকল দপ্তরসহ স্থানীয় রাজনৈতিক, সাংবাদিকসহ সকল স্তরের মানুষের সহযোগিতা তিনি পেয়েছেন বলে সভায় ব্যক্ত করেছেন তিনি। ইউএনও কে ফুলের শুভেচ্ছা ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষিকা এসময় ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানান। জ্যোতি বিকাশ চন্দ্র নীলফামারিতে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি হয়েছেন।