বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন এর ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ডিএমপির স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদারকে সভাপতি এবং সাভার-আশুলিয়া জোনের টুরিস্ট পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মনিরুল হক ডাবলুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছেন। এর মধ্যে মনিরুল হক ডাবলুর বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পৌরসভা ৮ নং ওয়ার্ড বাহাদুরপুর গ্রামে।
সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করেন সংগঠনের নব নির্বাচিত দপ্তর সম্পাদক খান মাসকোয়াত হোসেন। এর আগে গত ০৮/১১/২০২৪ তারিখে সংগঠনের আংশিক কমিটি গঠন করা করা হয়েছিল।
নবগঠিত কমিটিতে ৫ জন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তারা হলেন ঢাকার মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসান, ডিএমপির সোহেল কুদ্দুস, মৌলভিবাজার সিআইডির এএসএম সানোয়ার হোসেন ও ঢাকা কদমতলি থানার ওসি মাহমুদুর রহমান, ডিএমপির ডিবি পরিদর্শক ইমাউল হক। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ঢাকার সবুজবাগ থানার ওসি ইয়াসিন আলী। সংগঠনের সাধারন সম্পাদক মনিরুল হক ডাবলু বলেন, বর্তমান প্রেক্ষাপটে জন মানুষের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে নবগঠিত এ কমিটি নিরলস প্রচেষ্টার মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। তিনি সংগঠনের নব নির্বাচিত সকল সদস্যকে শুভেচ্ছা এবং তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।