বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

গোয়ালন্দে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দ প্রতিনিধি ॥
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩২ Time View

রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি বক্তা মুফতি আমির হামজার বিশাল ওয়াজ ও তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

গোয়ালন্দ কলেজপাড়া ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা ইমাম কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌরসভা জামায়াতের আমীর মওলানা জালাল উদ্দীন প্রামানিক।

মাহফিলে আমির হামজা বলেন, দেশে ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য সকল আলেম-ওলামা ও যুব সমাজকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দিনের খেদমতে আমাদের মেহনত করতে হবে। তিনি আরও বলেন, দুনিয়াতে আমরা যেমন মানুষের সাথে উঠাবসা করব, কেয়ামতের দিন আমাদের তেমন মানুষের সাথেই হাশর-নাশর হবে। মাহফিলে আরো বক্তব্য রাখেন মওলানা হুসাইন আহম্মদ মাহফুজ-চুয়াডাংগা, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজ মসজিদের খতিব মাওলানা জহুরুল ইসলাম প্রমূখ। মাহফিলে কয়েক হাজার নারী-পুরুষ ও তৌহিদী জনতা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com