নৈতিক ও আধুনিকতার সমন্বয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে অবস্থিত নব প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান আয়েশা আলী নেওয়াজ স্কুল এন্ড কলেজ শুভ উদ্বোধন হয়েছে। শনিবার সকাল ৯টায় আয়েশ আলী নেওয়াজ স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ। আয়েশা আলী নেওয়াজ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক জামিল হোসাইনের সঞ্চালনায় অধ্যক্ষ সনজীত রায় সঞ্জু’র সভাপতিত্বে বক্তৃতা করেন গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যাপক (অবঃ) আউয়াল আনোয়ার, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক মো. মোতালেব হোসেন, ১২ নং চর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এস এম হাবিবুর রহমান, আলীনেওয়াজ স্কুল এন্ড কলেজের সহকারি প্রতিষ্ঠাতা ও পরিচালক নাজমুল ইসলাম ফারাবী প্রমুখ। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মী অন্যান্য শিক্ষকমন্ডলী এসময় উপস্থিত ছিলেন।