রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে রাজবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘জেলা পর্যায়ে বই পড়া প্রতিযোগিতা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), শংকর চন্দ্র বৈদ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি সেরা বই পড়ুয়াদের হাতে সনদ তুলে দেন এবং সকলকে বই পড়ায় উদ্বুদ্ধ করেন। ব্যক্তি ও সামষ্টিক উন্নয়নে এবং সুস্থ জাতি গঠনে বই পড়ার কোনো বিকল্প নেই মর্মে তিনি উল্লেখ করেন। রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।