রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর ও বাগমারা এলাকা থেকে পৃথক দুটি অভিযান চালিয়ে আড়াইশ পিচ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে রাজবাড়ীর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী সদর উপজেলার কল্যানপুর এলাকা থেকে একশ পিচ ইয়াবাসহ পাচু হাওলাদারকে গ্রেফতার করে। সে আলীপুর ইউনিয়নের মৃত শান্তি হাওলাদারের ছেলে।
অপরদিকে গত ২৩ সেপ্টেম্বর সদর উপজেলার বাগমারা এলাকা থেকে দেড়শ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলো একই এলাকার মোছা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ও করিম বেপারীর ছেলে আবু তাহের।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, এব্যাপারে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের আদালতে চালান করা হয়।