রাজবাড়ীতে অস্ত্র মামলায় আলম মন্ডল নামে এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন রাজবাড়ী সিনিয়র ও দায়রা জজ আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি অনুপস্থিত ছিল। অভিযুক্তের বিরুদ্ধে ১৮৭৮ সালের ১৯(এ) ও ১৯(এফ) ধারায় অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় দুটি ধারায় তাকে যাবৎজীবন শস্রম কারাদন্ড ও সাত বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়। দন্ডপ্রাপ্ত আসামী আলম মন্ডল পাংশা উপজেলার পালের ডাঙ্গী গ্রামের রমজান মন্ডলের ছেলে।
২০১৮ সালের সেপ্টের মাসের ১০ তারিখে মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনার সময় পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের শরিষা বাজারে অবস্থানের সময় ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পালের ডাঙ্গি গ্রামে অভিযান চালায়। এসময় এ গ্রামের ইউনুসের চায়ের দোকানের সামনে কতিপয় ব্যাক্তি সশস্ত্র অবস্থায় অপরাধ সংগঠনের পরিকল্পনা করার সময় তাদের পাংশা থানা পুলিশকে দেখা মাত্র পালানের চেষ্টা কালে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছথেকে ওয়ানশুটার গান, দুটি কার্তুজ উদ্ধার করা হয়। সেসময় পুলিশ বাদী হয়ে পাংশা থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়।