সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়নে উঠান বৈঠক

গোয়ালন্দ প্রতিনিধি ॥
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১১৩ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআআপি) এর আওতায় ওয়ার্ডের উন্নয়ন, সুবিধা-অসুবিধা এবং বিভিন্ন কার্যক্রম বিষয়ে ওয়ার্ড কমিটির সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় গোয়ালন্দ পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ পৌরসভা ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও কমিটির সভাপতি নাসির উদ্দিন রনির সভাপতিত্বে এসময় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী (সিভিল) রেহানা পারভীন, সি ডি এ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সিএফডব্লিউ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মো. রেজাউল করিম, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন মোল্লা প্রমুখসহ স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও এলাকাবাসী। এদিন উঠান বৈঠকে উপস্থিত অতিথিবৃন্দ স্থানীয় এলাকাবাসীর কাছে তাদের এলাকার সমস্যার কথা শোনেন এবং প্রকল্প বাস্তবায়নে আগত কর্মকর্তাগণ সমস্যা সমাধানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পটি গোয়ালন্দ পৌরসভার বাস্তবায়নে সহযোগিতায় রয়েছে গভর্নেন্স ইমপ্রভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্ট (জিআইসিডি) কনসালটেনিস সার্ভিসেস, আইইউজিআইপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com