জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (বালিকা) ফুটবল টুর্নামেন্ট দৌলতদিয়া ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে দুদিন ব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ টুর্নামেন্টে দৌলতদিয়া ইউনিয়ন পর্যায়ে মোট ১৩ টি প্রাথমিক বিদ্যালয় অংশ নেন। সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গেল্ডকাপ (বালক) পর্যায়ের প্রথম ফাইনাল খেলায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম জলিল সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকর নির্ধারিত সময়ের খেলা গোল শূণ্য সমতা থাকায় টাইব্রেকারে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-৩ গোলে জলিল সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। বেলা ১২ টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ(বালিকা) পর্যায়ের ফাইনাল খেলায় বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম চর কর্ণেশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকর নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায় পরবর্তীতে টাইব্রেকারে বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬-৫ গোলে চর কর্ণেশনা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল’র সভাপতিত্বে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দিতে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মো. কবির হোসেন, সহকারি শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম প্রমুখসহ অংশগ্রহণকৃত সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্ডলী, ক্রীড়া শিক্ষক ও শিক্ষার্থীরা। উপস্থিত অতিথিগণ বিজয়ী ও বিজিত দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেল এবং দলীয়ভাবে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি তুলে দেন।