রাজবাড়ী জেলার বরাট ইউনিয়নের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন বরাট একতা ক্লাবের মাঠ সংস্কারে স্বেচ্ছায় কাজ করছে ক্লাবের সদস্যরা। ঐতিহ্যবাহী বরাট বাজারের পাশেই অবস্থিত ক্লাবের নিজস্ব একটি মাঠ রয়েছে। মাঠটিতে বেশ কয়েকবছর ধরে পূর্ব পাশের এক কোণে রয়েছে ছোট একটি খাল। মাঝে মাঝে ফুটবল খেলতে গেলেই ওই খালে পরে অনেক খেলোয়াড় ক্ষতির সম্মুখীন হন। খেলোয়াড়দের ক্ষতির হাত থেকে রক্ষা করতে ও বর্ষাকালে ভাঙনের রোধ থেকে রক্ষা পেতে মাঠ সংস্কারে স্বেচ্ছায় কাজ করছেন ক্লাবের সদস্যরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদার’র নেতৃত্বে কাজ করছে অন্যান্য সদস্যরা। মাঠের ভাঙন কবলিত স্থানে বাঁশের পাইলিং করে খাদের নিচ থেকে সদস্যরা কোদাল দিয়ে নিজেরা মাটি কেটে পাড় বাধছেন। এসময় উপস্থিত ছিলেন বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদারের পাশাপাশি ক্লাবের নিবেদিত সদস্য সাহিন সরদার, জুলহাস মৃধা, আরিফুল ইসলাম, চঞ্চল, আলমাছ, প্রকাশ সরদার, আলামিন খান, কামরুল শেখ প্রমুখ।
বরাট একতা ক্লাবের ক্রীড়া সম্পাদক রাজন সরদার জানান, বরাট একতা ক্লাব আমাদের প্রাণের সংগঠন। ক্লাবের উন্নয়নে সবসময় আমরা প্রস্তুত। আমাদের এ ঐতিহ্যবাহী ক্লাবে প্রতিবছর বড় ধরণের টুর্নামেন্টের আয়োজন হয় আর এ টুর্নামেন্টে নিজ জেলার পাশাপাশি পার্শ্ববর্তী অনেক জেলায় অংশগ্রহণ করে। বেশ কয়েকবছর ক্লাবের নিজস্ব মাঠের পূর্বপাশে ভাঙা ছিলো। এবার ক্লাবের সবাই মিলে মাঠ সংস্কারে কাজ করছি।