রাজবাড়ীর গোয়ালন্দে গভীর রাতে দিরাজতুল্লা মৃধা পাড়া এলাকার স্থানীয় ঈদগাহ মাঠে খড়ের গাদায় অগ্নিসংযোগ দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে মো. ইসলাম শেখের খড়ের গাদায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইসলাম শেখ ওই গ্রামের মো. মজিদ শেখের ছেলে। আগুন লাগার পরে প্রথমে গ্রামবাসী এবং পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। .
জানা যায়, ইসলাম শেখ খড় শুকিয়ে বড় দুটি গাদা দিয়ে রেখেছিলেন। শনিবার মধ্যরাত ৩টার দিকে দুটি খড়ের গাদায় আগুন লেগে দাউদাউ করে জ্বলতে থাকে। আগুন দেখে আশপাশে থাকা গ্রামবাসীরা একত্র হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গ্রামবাসীর সহযোগিতায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী মো. ইসলাম শেখ বলেন, আগুন লাগার কয়েক মিনিট পর আমরাসহ আশপাশের লোকজন এসে আগুন নেভাতে থাকি, পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা ধরণা করছি শত্রুতা করেই কেউ আগুন লাগিয়েছে। তাছাড়া এখানে ফাঁকা ঈদগাহ মাঠে কেন আগুন লাগবে। আমরা এর সঠিক বিচার চাই।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন লিডার মো. মিলন হোসেন বলেন, খবর পেয়ে ঘটানাস্থলে গিয়ে গ্রামবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরা ধরণা করছি সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।