পূর্ব ঘোষণা অনুযায়ী ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যেকোনো সময় পদ্মা উত্তাল হয়ে উঠতে পারে। এমন আশঙ্কায় নৌ-দুর্ঘটনা এড়াতে রবিবার সকাল সাড়ে ৯টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া, মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সেখানে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। লঞ্চ বন্ধ থাকলেও এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চগুলো বালুরঘাটে বেঁধে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বঙ্গোপোসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রিমাল উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে কোন সময় পদ্মা নদীর পানি উত্তাল হয়ে ওঠতে পারে। তাই নৌ-দুঘর্টনা এড়াতে উধ্বর্তন কতৃর্পক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে সকল লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।