সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন

আনারস প্রতীকের ভোট প্রার্থনায় পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৮৭ Time View

২১ মে গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন ১৯ মে রবিবার রাত ১২ টা পর্যন্ত। গোয়ালন্দ উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলার উৎপাদনমুখী প্রতিষ্ঠানের ব‍্যবস্থাপনা পরিচালক মো. মোস্তফা মুন্সী। মোস্তফা মুন্সীকে ভালবেসে শেষ দিনের প্রচারণায় ব‍্যস্ত দিন পার করছে পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি। পৌর ৯ নং ওয়ার্ডের আলম চৌধুরী পাড়া, কছিমদ্দিন সরদার পাড়া, ইবাদুল্লা মিস্ত্রি পাড়া, সাকের ফকির পাড়া, বাহাদুরপুর, বদিউজ্জামান পাড়া ও কাইমদ্দিন প্রামানিক পাড়া এলাকায় প্রত‍্যেকটি বাড়ির দ্বাড়ে দ্বাড়ে গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। এমসয় তার সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য মোশারফ হোসেন নুরাল, মো. আক্কাস শেখ, পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন মোল্লাসহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ।

পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বলেন, মোস্তফা মুন্সী সাড়ে ৩ বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান অবস্থায় উপজেলা ব‍্যাপী উন্নয়নমূলক কাজ করে ইতিমধ্যে জনগণের মনে জায়গা করে নিয়েছে। আমার নির্বাচনী ওয়ার্ড পৌর ৯ নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা আনারস প্রতীকের প্রার্থী মো. মোস্তফা মুন্সীকে পুনরায় চেয়ারম্যান হতে সহযোগিতা করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com