প্রতীক পেয়েই বিশাল শোডাউন করেছেন গোয়ালন্দ উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তফা মুন্সি। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা রিটার্নিং অফিসারের ঘোষণা অনুযায়ী গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান পদে মোস্তফা মুন্সি আনারস প্রতীক পান। বৃহস্পতিবার বিকেল ৫ টায় গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর শহীদ ফকির মহিউদ্দিন আনছার ক্লাব হতে বিশাল একটি মিছিল বের করা হয়। মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা হতে আসা কয়েকশ নেতা কর্মী যোগ দেন।
মিছিলটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনছার ক্লাবে এসে শেষ হয়। সেখানে আনারস প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন আনারস প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. মোস্তফা মুন্সি, সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, মামুনুর রশীদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।
মোস্তফা মুন্সী বলেন, আমি গত সাড়ে তিন বছর আপনাদের মাঝে উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। জানিনা কতটুকু আপনাদের পাশে থাকতে পেরেছি তবে চেষ্টা করেছি সবসময় পাশে থাকার। আগামী ২১ মে উপজেলা পরিষদের ভোট গ্রহণ চলবে। আপনারা যদি এবারও আমাকে নির্বাচিত করেন তাহলে গোয়ালন্দ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো।