তীব্র গরমে স্বস্তি ফেরাতে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এর সদস্যদের ব্যক্তিগত উদ্যোগ ঢাকা-খুলনা মহাসড়কে চলাচলরত ভ্যান, রিক্সা, অটো, মাহিন্দ্রসহ পথচারীদের মাঝে লেবু ও স্যালাইনের তৈরি শরবত বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত চলে এ কার্যক্রম। এসময় চলাচলরত চালকরা বলেন, তীব্র গরমে এমন উদ্যোগ প্রশংসনীয়। এমন চিত্র সচরাচর দেখা যায় না। যাত্রা পথে লেবুর শরবত ও স্যালাইন পান করতে পেরে ভালোই লাগছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এর লিডার মো. সাবেকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স স্টেশনের প্রধান কার্যালয়ের পক্ষ হতে ইতিমধ্যে ঢাকার বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালনা করেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকেন। তীব্র গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। আমরা চাই সবাই যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করলে মানুষ উপকার পাবে। তিনি আরও বলেন, যতদিন বৃষ্টি না হবে আমরা প্রতিদিন এভাবেই শরবত বিতরণ করার চিন্তা-ভাবনা করেছি।