রহমতের বৃষ্টি কামনায় রাজবাড়ীর সদরের বরাট ইউনিয়নে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসুল্লি, ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীরা। শুক্রবার বরাট এলাকাবাসির আয়োজনে সকাল ৮টায় বরাট বাজার সংলগ্ন বরাট একতা ক্লাব মাঠে এ নামাজের আয়োজন করা হয়। নামাজে আশপাশ এলাকার মুসল্লিরাও অংশ নেন। নামাজ আদায় শেষে অনাবৃষ্টি এবং দেশব্যাপী বহমান তাপদাহ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাতে তীব্র তাপদাহ হতে রক্ষা পেতে মুসুল্লীরা রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে চোখের জল ফেলে প্রার্থনা করেন। মোনাজাতে তীব্র খড়াসহ সকল প্রকারের প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন বালা মসিবদ থেকে মুক্তিসহ দেশকে রক্ষা এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনবাসীর জন্য বিশেষভাবে দোয়া করা হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা বরাট বাইতুল ইজ্জত দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মুফতি মেসবাহউদ্দিন। নামাজ আদায়ের পূর্বে নামাজ সম্পর্কে আলোচনা করেন বরাট বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতাউর রহমান।