সারাদেশে বহমান তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবনসহ পশু ও প্রাণিকূল। এক পশলা বৃষ্টির আশায় অধির আগ্রহে হাসফাস করছে সবাই। এমতাবস্থায় রহমতের বৃষ্টি কামনায় রাজবাড়ীর গোয়ালন্দে ইস্তিস্কার নামাজ আদায় করেছেন গোয়ালন্দের ধর্মপ্রান মুসুল্লি, ইমাম ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টায় গোয়ালন্দ পৌরসভার আলজামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার মাঠে এ নামাজের আয়োজন করা হয়।
নামাজ আদায় শেষে অনাবৃষ্টি এবং দেশব্যাপী বহমান তাপদাহ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। সমোনাজাতে তীব্র তাপদাহ হতে রক্ষা পেতে মুসুল্লীরা রহমতের বৃষ্টির জন্য আল্লাহর কাছে চোখের জল ফেলে প্রার্থনা করেন। মোনাজাতে তীব্র খড়াসহ সকল প্রকারের প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন বালা মসিবদ থেকে মুক্তিসহ দেশকে রক্ষা এবং যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন বাসীর জন্য বিশেষভাবে দোয়া করা হয়। নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন আলজামিয়া নিজামিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো. আমিনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর ইমাম কমিটির সভাপতি ও মসজিদ পাড়া জামে মসজিদের ইমাম মুফতি সামছুল হুদা, পৌর ইমাম কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের খতিব মুফতি আজম আহমাদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম শেখ, সাবেক সভাপতি রাশেদুল হক রায়হান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম প্রমুখ।