পহেলা বৈশাখ! বাঙালির প্রাণের নববর্ষ। বাংলা নববর্ষকে বরণ করতে গোয়ালন্দে নানা আয়োজন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে নানান বর্ণিল সাজে সেজে উঠে বৈশাখী মঞ্চ।
গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৈরি করা হয়েছে বৈশাখী মঞ্চ। গোয়ালন্দ পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের আয়োজনে আয়োজক কমিটির আহ্বায়ক মো. ইউনুস মোল্লার সভাপতিত্বে সদস্য সচিব আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল। অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা বের হয়। পালকির বহর, ঘোড়ার গাড়ি ও নববধূর সাজ-সজ্জ্বায় শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকা হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রায় এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ বিপ্লব ঘোষ, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জ্বল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদ সভাপতি মো. সিদ্দিক মিয়া, প্যানেল মেয়র ফজলুল হক, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মো. আবুল হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক শামীম শেখ, সাবেক সভাপতি গণেশ পাল, রাশেদুল হক রায়হান, আয়োজক কমিটির সদস্য সহিদুজ্জামান সেলিম, শহীদুল ইসলাম, সাইফুর রহমান পারভেজ প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে শতকণ্ঠে দলীয় সংগীত পরিবেশন করেন গোয়ালন্দের বিভিন্ন সংগীত প্রতিষ্ঠানের শিল্পীরা। পর্যাক্রমে আবৃত্তি, লোকসঙ্গীতসহ ঐতিহ্যবাহী অষ্টাগান ও টকি খেলা এবং শিশু শিল্পীদের অংশগ্রহণে নৃত্য পরিবেশিত হয়।