বাংলা নববর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় পহেলা বৈশাখ উদযাপন পর্ষদ গোয়ালন্দের আয়োজনে গোয়ালন্দ শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখ উদযাপন পর্ষদের আহবায়ক মো. ইউনুস মোল্লা’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রাক্তন অধ্যক্ষ কেএম মহিত হিরা, গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষ নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, সাংবাদিক গণেশ পাল, সাবেক আহবায়ক শহীদুল ইসলাম বাবলু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহিদুজ্জামান সেলিম, প্রমূখসহ স্থানীয় সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠন, স্থানীয় সুধীসমাজ।
সভায় সবার সর্ব সম্মতিক্রমে পহেলা বৈশাখ উদযাপন পর্ষদ পরিচালনার আহবায়ক হিসাবে সাবেক আহবায়ক মো. ইউনুস মোল্লাকে পুনরায় আহবায়ক এবং আবুল কালাম আজাদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।