সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

নসিমন-মোটরসাইকেল সংর্ঘষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৯১ Time View

রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় নসিমন ও মোটরসাইকেল সংর্ঘষে মোটর সাইকেল আরোহী মেহেদী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মেহেদী বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী এলাকার রাজ্জাক মিয়ার ছেলে।

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা ইটভাটার সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সন্ধ্যার পরে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংর্ঘষ হয় । এ সময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । রাত পৌনে ৮ টার দিকে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com