আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে রাজবাড়ীতে প্রাকৃতিক উপায়ে গরু লালন পালন করা হয়েছে। হলইস্টান ফিজিয়ান জাতের ৩৫ মন ওজনের রাজবাড়ীর রাজাসহ বড় আকৃতির ২০ টি গরু প্রস্তুত করেছে রয়েল এগ্রো ফার্ম নামের খামারটি। ২২ মণ থেকে ৩৫ মণ ওজন পর্যন্ত গরু রয়েছে খামারটিতে। জেলায় সাড়ে ৬ হাজার খামারে ৫৫ হাজার গরু প্রস্তুত করা হয়েছে ঈদকে সামনে রেখে।
নাম রাখা হয়েছে তার রাজবাড়ীর রাজা। ৬ ফুট উচ্চতা ও সাড়ে তের ফুট লম্বা হলইস্টান ফিজিয়ান জাতের সাদা কালোর মিশেলে ৩৫ মণ, ১ হাজার ৪ শ কেজি ওজনের গরুটির দাম হাকা হয়েছে ১২ লক্ষ টাকা। এরকম ২২ মণ থেকে শুরু করে ৩৫ মণ পর্যন্ত সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে ২০ টি বড় আকৃতির গরু মেটাতাজা করেছে রাজবাড়ীর পাংশা উপজেলার রয়েল এগ্রো ফার্মটি।তাদের এখানে প্রাকৃতিক উপায়ে লাগানো ঘাস,ছোলা,ভুষি, ডাল সহ বিভিন্ন খাবার খাইয়ে এই গরু গুলো মোটা তাজা করন করা হয়েছে সামনে কুরবনীর ঈদকে সামবে রেখে। কোন ধরনের কেমিক্যাল বা বাজারের ফিড জাতীয় খাবার খাওয়ান খামার কতৃপক্ষ। ফার্মটিতে ২৩ মণ, ২৫ মণ ও ২৮ পর্যন্ত পাকিস্তানি সিন্ধি,শাহীওয়াল ও ফিজিয়ান জাতের সাদা,কালো,লালচে মিশ্র বর্ণের এ গরু গুলো মোটাতাজা করন করা হয়েছে। বড় আকৃতির গরুর খবর শুনে অনেক ক্রেতা আসছেন কিনতে ও দেখতে। রাজবাড়ীর পাঁচটি উপজেলাতেই এবছর ঈদকে সামনে রেখে প্রাকৃতিক খাবার খাইয়ে গরু মোটাতাজা কর হয়েছে। এবছর সাড়ে ছয় হাজার ছোট বড় খামারে ৫৫ হাজার গরু পরিচর্যা ও মোটাতাজা করা হচ্ছে। তবে ভারতীয় গরু আমদানি না করার জন্য সরকারকে অনুরোধ জানান খামারিরা।
গরু খামারীরা বলেন, তারা সার্বক্ষনিক তাদের খামারে প্রাকৃতিক খাবার খাইয়ে গরু গুলো মোটাতাজা করছেন।কোন ধরনের কেমিক্যাল ও বাজারের ফিড জাতীয় খাবার খাওয়ান না। দিনে তিনবার গোসল করানো ও চার থেকে পাঁচবার প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়।
পাংশার রয়েল এ্যাগ্রো ফার্ম ম্যানেজার গোবিন্দ ভাদুরী বলেন, তাদের এ ফার্মটিতে সবচেয়ে বড় আকৃতির গরুগুলো মোটাতাজা করছেন। সবচেয়ে বড় আকৃতির হলইস্টান ফিজিয়ান জাতের সাদা কালে রংয়ের ১ হাজা ৪ শ মণ ওজনের গরু টির দাম চাচ্ছেন ১২ লক্ষ টাকা। ফার্মটিতে বড় আকৃতির ২০ টি গরু রয়েছে।
ডা.খায়ের উদ্দিন আহম্মেদ,তিনি বলেন, রাজবাড়ীতে এবছর কুরবানী উপলক্ষে প্রাকৃতিক খাবার খাওয়ানোর মাধ্যমে ৫৫ হাজার গরু প্রস্তুত করা হয়েছে। রোগবালাইয়ে নিয়মিত খোজ খবর রাখা হচ্ছে। এ জেলার গরুগুলো বর্তমানে ঢাকা সহ চট্টগ্রামেও যাচ্ছে।