রাজবাড়ীর গোয়ালন্দে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যাবহৃত একটি প্রাইভেটকার।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, বুধবার রাত দেড়টার দিকে থানা পুলিশের টহল দল ঢাকা- খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে পুলিশের নিয়মিত চেকপোস্ট এলাকায় সাদা রঙের একটি প্রাইভেটকার থামানো দেখে। এ সময় সেখানে বেশ কয়েকজন লোককে দেখে টহল পুলিশ সেখানে গাড়ি থামায়। এ সময় সেখানে থাকা লোকজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ পাঁচ জনকে ধরতে সক্ষম হয়। তারা মূলত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
গ্রেফতারকৃতরা হলো মাদারীপুর জেলার শিবচর উপজেলার মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩১), নরসিংদী জেলার শেখের চরের মৃত জহর সরদারের ছেলে মো. মান্নান সরদার (৫২), একই জেলার মাধবদী থানার মো. কামাল হোসেনের ছেলে মো. শাওন আহম্মেদ, গাজীপুর জেলার কাপাসিয়া থানার মৃত হবি মিয়ার ছেলে মো. হেলাল মিয়া (৩২) এবং একই জেলার মাধবদি থানার মো. তারা মিয়ার ছেলে রিয়াজ হোসেন (২৫)।
এ সময় ডাকাতদের কাছ থেকে বেশ কিছু দেশিয় অস্ত্র ও ডিবি পুলিশের দুটি পোশাক জব্দ করা হয়। যে পোশাক ব্যাবহার করে তারা গাড়ি থামিয়ে তল্লাশি করার নামে ডাকাতি করতো বলে স্বীকারোক্তি দিয়েছে। আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদেরকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।