রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পূর্বপাড়া কমিউনিটির ৪৫ জন মায়েদের অংশগ্রহণে সরকারি কর্মকর্তাদের সাথে যৌন প্রজনন স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ক কথপোকথন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় দৌলতদিয়া কেকেএস প্রকল্প অফিস কক্ষে কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্পের মাধ্যমে এ ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়।
উক্ত ডায়ালগ সেশনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পালের সঞ্চালনায় কেকেএস ফ্রিডম ফান্ডের ফিল্ড ফ্যাসিলিটেটর আরিফা খাতুনের টেকনিক্যাল সাপোর্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার উম্মে তানিয়া।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা হাবিবুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারি মেডিকেল অফিসার তন্ময় রায়, রাজবাড়ী সেভ দ্য চিলড্রেন ম্যানেজার (শিক্ষা) সাইফুল ইসলাম খান সেলিম, কেকেএস প্রজেক্ট কো অর্ডিনেটর রুমা খাতুন, কেকেএস ফ্রিডম ফান্ড প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুলিয়ানা বাড়ৈ প্রমুখ।
সেশন সম্পর্কে কেকেএস ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পথিক পাল বলেন, দৌলতদিয়া পূর্বপাড়া কমিউনিটির মায়েরা এসময় যৌন প্রজনন স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে জানতে চান এবং উপস্থিত সরকারি কর্মকর্তাগণ তাদের বিভিন্ন স্বাস্থ্য সেবার সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত করেন।