রাজবাড়ী জেলা প্রশাসনেরউদ্যোগে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হয়।
সমাপনী অনুষ্ঠানে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহাগ হোসেন, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
মেলার সমাপনী দিনে ‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ প্রতিপাদ্যের উপর বিজ্ঞান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোরশেদা খাতুন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আব্দুল্লাহীল হাসান প্রভাষক রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর দিলীপ কুমার কর সাবেক অধ্যক্ষ রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সোহাগ হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজবাড়ী, অমরেশ চন্দ্র বিশ্বাস প্রধান শিক্ষক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
সোমবার রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।