জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে দেশের দ্বিতীয় সেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী কুইন। চলতি বছর তিনি বিভাগীয় পর্যায়ে ঢাকা বিভাগের সেরা শিক্ষার্থী ও ইংরেজি বক্তৃতায় সেরা বক্তা নির্বাচিত হন।
সোমবার রাজধানী ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। পরে তার হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
জানা গেছে, ২০২২ সালে কুইন কলেজ পর্যায়ে দেশ সেরা শিক্ষার্থী নির্বাচিত হন। এছাড়া ২০১৯ সালে স্কুল পর্যায়ে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলেন। কুইন রাজবাড়ী ডা. আবুল হোসেন কলেজের সহযোগী অধ্যাপক শামীমা আক্তার মুনমুনের মেয়ে। তার নানা রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
মেধাবী কুইন জেএসসি, প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছিলেন। এসএসসিতে সব কয়টি বিষয়ে জিপিএ ৫ পাওয়ার কৃতিত্ব দেখিয়েছেন। পড়াশোনার পাশাপাশি সঙ্গীতেও পারদর্শী কুইন। সঙ্গীতে জাতীয় পুরষ্কার রয়েছে তার। এছাড়া মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্যে শ্রেষ্ঠ হয়েছিলেন তিনি।
কুইন তার প্রতিক্রিয়ায় জানান, বিভাগীয় পর্যায়ে তিনি এ বছর সেরা শিক্ষার্থী হয়েছেন। গতবছর জাতীয় পর্যায়ে দেশ সেরা শিক্ষার্থী হয়েছিলেন। এবার জাতীয় পর্যায়ে দ্বিতীয় সেরা হয়েছেন। এমন প্রতিযোগিতায় আসতে পেরে খুবই ভালো লাগে। স্বনামধন্য ব্যক্তিদের সাথে সরাসরি কথা বলা যায়। তাদের সান্নিধ্য পাওয়া যায়। তাদের উপদেশ পরামর্শ চলার পথের পাথেয়। এছাড়া সারা দেশ থেকে আসা বিভিন্ন বিভাগের প্রতিযোগীদের সাথে দেখা হলো। কথা হলো। এটাও ভালো লাগার একটি ব্যাপার। সামনে এইচএসসি পরীক্ষা। আপাততঃ পরীক্ষা ভালো করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।