বিনোদপুর বে-সরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সভা ও শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। রোববার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।
তার বক্তব্যে তিনি বলেন, কোন শিশু পিছিয়ে থাকবে না। শিক্ষা প্রতিটি শিশুরই অধিকার। আমরা চাই প্রতিটি শিশু শিক্ষার আলোয় আলোকিত হয়ে ভবিষ্যতে এদেশের উন্নয়নে তারা অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। বিসিএসএস এর অর্থায়নে কেকেএস এর বাস্তবায়নে স্কুলটিতে বিনোদপুর লাইট স্কুল প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। স্কুলটিতে বর্তমানে ৩৬ জন ছাত্রছাত্রী পড়ালেখা করছে। প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৩ হতে বাস্তবায়িত হচ্ছে। ৫ বছর মেয়াদী এ প্রকল্পের মূল উদ্দেশ্য শিশুদের শিক্ষার মান উন্নয়ন। প্রকল্পের মাধ্যমে শিশুরা উন্নত শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, ধর্মীয় শিক্ষা, খাবার, বিনামূল্যে স্কুল ইউনিফর্ম ও শিক্ষা উপকরণসহ বিভিন্ন সুবিধা পাবে। এসময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বাসু দেব, বিএইচ রিকোপ প্রকল্প কর্মকর্তা আশিষ মন্ডল, এডুকেশন কো-অর্ডিনেটর সেতু মন্ডল, প্রধান শিক্ষক চায়না সাহাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ ও অভিভাবকবৃন্দ।