রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর এলাকায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিয়েছেন কৃষকলীগের নেতা-কর্মীরা। রোববার উপজেলার বাহিরচর এলাকার দরিদ্র কৃষক মান্নান শেখের ৪০ শতাংশ জমির পাকা বোরোধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা। দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের আয়োজনে এ ধানকাটা কর্মসূচিতে অংশ নেন রাজবাড়ী জেলা কৃষকলীগের আহবায়ক আবু বককার খান, যুগ্ম আহবায়ক আবুল হোসেন বাবলু, গোয়ালন্দ উপজেলা কৃষকলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক শামীম মৃধা, সহ-সভাপতি আবুল হোসেন প্রামাণিক, আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, আবুল হোসেন মোল্লা ও দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দ। কৃষক মান্নান শেখ বলেন, অর্থ সংকটের কারণে আমি শ্রমিক নিয়ে পাকা ধানগুলো কাটতে পারছিলাম না। এমতাবস্হায় আমার ৪০ শতাংশ পাকা বোরোধান কেটে দিয়ে কৃষক লীগের নেতা কর্মীরা আমার অনেক উপকার করে।