‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দে ৩দিন ব্যাপী কন্দাল ফলজ উন্নয়ন কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম সালু প্রমূখ। স্বাগত বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. খোকন উজ্জামান।
এবারের কৃষি মেলায় অংশগ্রহণ করেন উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি উন্নয়ন প্রকল্পের ১১টি স্টল। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, কৃষিতে বাংলাদেশ এখন বিশ্বের একটি সফল রাষ্ট। কৃষিতে সরকারের অভুতপূর্ব সফলতার কারণ হলো কৃষকদের মাঝে স্বল্পমুল্যে কৃষি উপকরণ সঠিক সময়ে পৌছে দেওয়া এবং সমবন্টন করা। তাই কৃষিতে এগিয়ে যাচ্ছে দেশ। এ সময় তিনি সবার উদ্দেশ্যে বলেন, নিজেদের আঙ্গিনায় একটি বা দুটি কের হলেও সবজীর গাছ লাগান, কৃষিতে এই উন্নয়ন অব্যহত রাখার জন্য নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে।
আলোচনা শেষে প্রধান অতিথি ৩ দিন ব্যাপি এ কৃষি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। পরে উপজেলার কৃষি মেলার উন্নয়ন প্রকল্পের বিভিন্ন স্টল প্রদর্শন করেন। মেলায় স্থান পায় ভার্মি কম্পোস্ট সারের স্টল, বিভিন্ন প্রজাতির ফল, সব্জি, ট্রেতে বীজ উৎপাদনের জন্য প্রদর্শনী স্টল, ডিজিটাল কৃষি ও কৃষক পরামর্শ কেন্দ্র স্টল, মিশ্রণ ফলজ বাগান, আদর্শ কৃষকের বাড়ি, নিরাপদ ফলজ চাষ, কৃষি পণ্য প্রদর্শন, শাকসবজি, কৃষি পণ্য প্রদশর্ন ফল, বিভিন্ন প্রকার কন্দাল ফলজ প্রদশর্ন, উন্নত ব্যাবস্থাপনার মাধ্যমে ফলজ বৃদ্ধি, মধু কালোজিরা প্রদর্শনী।