মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজবাড়ী কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১২৭ Time View

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আলী রেজাকে সভাপতি ও মহাসিন মৃধাকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। বঙ্গমাতা সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আলী রেজা জানান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সকল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমরা নিরলসভাবে কাজ করে যাব। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, ইতিহাসের অনন্য মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতি ও আদর্শের জাগরণে একটি সাহিত্য-সাংস্কৃতিক সৃজনশীল আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজ করে যাচ্ছে। এছাড়াও, বঙ্গমাতার আদর্শ, জীবন সংগ্রাম ও জাতির পিতার পাশে থেকে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব সৃষ্টি করার মত অসামান্য অবদান সহ দেশসেরা মানবসেবায় তার যে অবদান এবং ব্রতকর্ম ছিল সেগুলো সাহিত্য-সাংস্কৃতিক ক্রিয়া-কর্মের মাঝে তুলে ধরে নতুন প্রজন্মকে অগ্রসর জীবনের দিকে ধাবিত করা আমাদের মূল লক্ষ্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com