প্রশান্তি
পারভীন হক
নিরব গহনে পাথরে ফোঁটা ফুল
তলিয়ে যায় চোখের নোনা জলে ।
বেশি কিছু চাইনি আমি,
অতো শোভা, বেশি স্বাধীনতা?
চাহিদা আরো অনেক কম।
বায়না ছেড়ে দেহ মন মেলে দিয়ে
বসে থাকা সারা দুপুর বেলা।
পৃথিবীর এত রং আনন্দের ভোরে
কোকিলের মিষ্টি ডাকে ঘুম ভাঙ্গে,
আখি মেলে দেখি বেদনা বসা
আমারই শিয়রের পাশে।
প্রশান্তির বারিধারা
চৈত্রের অবসন্ন বিকেলে
আসমান জমিন এক হয়
জল সুঁতায় মালা গেঁথে,
লাল জবায় দোল খাওয়া শাখা
ইশারায় খোঁপা ভালবেসে ।
জলের শীতল পরশে
ক্ষিপ্রতা নিয়েছে ছুটি,
বাতাসে উড়ে মেঘ,
আকাশে মেলেছে শীতল পাঠি।
ভুবন যা দিয়েছে আমায়
তারপর কি পাওয়ার আছে বাকি?
ভালবেসে তোমার হাতটি রেখে
যদি থাকো আমার পাশে।