রাজবাড়ী জেলা আওয়ামীলীগ আয়োজিত গত ২০ মে শনিবার শান্তি সমাবেশে যোগদান কালে জেলা ছাত্রলীগ ও যুবলীগের মোটরসাইকেল বহরে হামলা চালিয়ে গাড়ি ভাংচুরের প্রতিবাদে বিএনপির ১৪১ নেতাকর্মীর নামে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাতুল আহম্মেদ সজল। গত বুধবার রাজবাড়ী সদর থানায় এ মামলাটি দায়ের করেন তিনি।
গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মো. রাতুল আহম্মেদ জানান, গত ২০ মে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগদানের লক্ষ্যে তারা মোটরসাইকেল বহর নিয়ে যাচ্ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মী। মোটরসাইকেল বহরটি রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে পাকা রাস্তায় পৌঁছানো মাত্র হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন যানবাহনের গতিরোধ করে। কোনো কারণ ছাড়াই হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে আমাদের সহ সাধারণ জনগনের উপর অতর্কিত আক্রমণ করে বিএনপি নেতাকর্মীরা।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, ৬১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে গোয়ালন্দ পৌর ছাত্রলীগ সভাপতির মোটরসাইকেল ভাঙচুর ও মারধরের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।