রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বাদ আছর বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় গণস্বাস্থ্য কেন্দ্র, রাজবাড়ীর দৌলতদিয়া উপকেন্দ্রে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী, সহকারি ব্যবস্থাপক বিকাশ চন্দ্র দত্ত, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নাজমুল হক, কেকেএস বাংলাদেশ সেভ হোম প্রকল্প কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন, দৌলতদিয়া পায়াক্ট বাংলাদেশ প্রকল্পের ম্যানেজার মো. মজিবুর রহমান খান জুয়েল, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের মাঠ সংগঠক মো. সাজ্জাদ হোসেন, মো. শরীফ হোসাইন, মেডিকেল টেকনোলজিস্ট মো. ঈমান হোসেন প্রমুখসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ ১১ এপ্রিল মৃত্যুবরণ করেন। গত ১৪ এপ্রিল তার ৫ম জানাজা শেষে গণস্বাস্থ্য সাভার সেন্টারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের পাশে সমাহিত করা হয়। গণস্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয়ের নির্দেশক্রমে দেশের প্রতিটি সাবসেন্টারগুলো একযোগে বাদ আসর এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে। তারই ধারাবাহিকতায় দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।