রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইকরামুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর আবু জিহাদ আনসারী, সহযোগী অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ সহযোগী অধ্যাপক কল্লোল কুন্ডু।
সভাপতির বক্তৃতায় এ কে এম ইকরামুল করিম বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিব নগর সরকার গঠন করা হয় এবং সেই সরকার ১৯৭১ সালের ১৭ এপ্রিল শপথ নেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ২৬ মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ১৭ এপ্রিল মুজিবনগর সরকারের শপথ এগুলো স্বাধীন বাংলাদেশ গঠনের অবিচ্ছেদ্য অংশ ছিলো। তিনি আরো বলেন এই সরকার গঠন না হলে হয়ত পাকিস্তানের শাসকগোষ্ঠী আমাদের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বলে পরিচয় করাতো।
শিক্ষক পরিষদের সম্পাদক এস এম সামসুজ্জামান বলেন পলাশীর প্রান্তরে আমরা স্বাধীন বাংলার পতাকা হারিয়েছিলাম ১৭ এপ্রিল ১৯৭১ সেই পতাকা আবার তুলে ধরার প্রয়াস করি এবং জাতির পিতার নেতৃত্বে নয় মাস যুদ্ধের পর আমরা স্বাধীন দেশ ও পতাকা পাই।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক আহসান হাবীব।