বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সাংসদ কাজী কেরামত আলী সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

নিজস্ব প্রতিবেদক ॥
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৮৯ Time View

রাজবাড়ী-১ আসনের সংসদ ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের জেষ্ঠ্য সহ-সভাপতি কাজী কেরামত আলী বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সম্মানজনক পেষশাটির স্বার্থে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রোববার সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (দৈনিক জনতার আদালত অফিস) জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকদের সমাজের দর্পণ বলা হয়। অথচ সাংবাদিকতার নাম করে কেউ কেউ অনৈতিক কাজের লিপ্ত হচ্ছে। এটা মেনে নেওয়া যায়না। তিনি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজবাড়ী শান্তিপূর্ণ জেলা। আমরা সকলেই শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। এজন্য সকল মহলের সহযোগিতা প্রয়োজন।

রাজবাড়ী জেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি করিম ইসহাকের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, জেলা প্রেসক্লাবের সহ সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি আহসান হাবীব, কার্যনির্বাহী সদস্য ও কালের কণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি গণেশ পাল, দৈনিক আমাদের রাজবাড়ীর সম্পাদক ফকীর জাহিদুল ইসলাম রুমন, জেলা প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক সুমন বিশ^াস প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করে জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম রেজা, কার্যনির্বাহী সদস্য কামাল হোসেন, রবিউল আওয়াল, শরিফুল ইসলাম বাচ্চু।

মতবিনিময় শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রেসক্লাবের প্রকাশনা ‘অক্ষর’ সাংসদ কাজী কেরামত আলীর হাতে তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2022 daily Amader Rajbari
Theme Dwonload From ThemesBazar.Com