প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর পাংশার ছিন্নমুল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সোমবার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু এ ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরন অনুষ্ঠানে পাংশা ও কালুখালীর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুর হাত থেকে ১ হাজার ছিন্নমুল মানুষ এ ইফতার গ্রহণ করে।